আবুল কাশেম, সখিপুর প্রতিনিধি:
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম টাঙ্গাইল ০৮ (সখিপুর-বাসাইল) এর নির্বাচনী জনসভায় বলেছেন,যে আওয়ামীলীগের জন্ম দিয়েছি,আমি সেই আওয়ামীলীগ করি না। আমি বঙ্গবন্ধুর দলের মানুষ,বঙ্গবন্ধু আমার নেতা।কিন্তু আমি এই আওয়ামীলীগ করি না।এই আওয়ামীলীগ খুঁজলে অনেক ঘুষখোর পাওয়া যাবে।পুলিশের চাকরি,পিয়নের চাকরি দিয়েও টাকা নেয়। শনিবার (১১ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার শহীদ মিনার মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে বলেন, আপনারে অনেক মানুষ ভালোবাসে।আপনি ভোট চুরির এই চোরদের বোঝা নিবেন না।এই চোরদের জন্য বদনামী হয়েন না।আপনি বঙ্গবন্ধুর কন্যা,আপনি সেই ভাবেই থাকেন,আপনি চোরের নেতা হয়েন না। তিনি বলেন,আওয়ামীলীগ তারাই সব, নৌকা দিলেই পাশ।এবার আমি একটু দেখতে চাই? নৌকা দিলে কেমনে ফেল করা যায়। তিনি বলেন,এখন দেশে পানি নাই, তাই নৌকারো তেমন কাজ নাই।
সম্প্রতি অনুষ্ঠিত উপনিবার্চনকে ইঙ্গিত করে কাদের সিদ্দিকী বলেন,নিবার্চনে সমানতালে শুধু ছিল মারছে। এভাবে চুরি করলে ভোটারের দরকার কি? আর যদি ভোটারের কোন দরকার না থাকে তাহলে কিন্তু আপনাদের উপায় নাই। এবার ভোট ছাড়া যদি আপনারা নৌকা মার্কা নিতে চান তাহলে মার্কা কিন্তু জ্বইলা পুইড়া ছাড়খার হয়ে যাবে। কৃষক শ্রমিক জনতালীগের বাসাইল উপজেলা শাখার সভাপতি ও পৌরমেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সরকারী সাদত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দীকী, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক হিটলু, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান,কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান সিদ্দীকী, সখিপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব সহ প্রমুখ।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.