টাঙ্গাইলের সখিপুরে কৈয়ামধু বিটের বন উজার

আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
বন কর্মকর্তাদের মোটা অংকের টাকা ঘুষ দিয়ে দিনের আলোতেই সরকারি বন কেটে উজার করে দিচ্ছে প্রভাবশালীরা। টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের কৈয়ামধু বিটের আওতাধীন লাঙ্গুলিয়া গ্রামের মালেক মুন্সির বাড়ির পিছনের একটি সরকারি উটলট বাগানের আকাশ মনি গাছের বিশাল বড় একটি বাগান গত দুইদিনেই দিনের আলোতেই কেটে সাবাড় করলেন অসাধু বন খেকুচক্র।
এ বিষয়ে জানা যায় ওই এলাকার প্রভাবশালী সানোয়ার মেলেটারি সরকারি খাস ভূমির ওই বাগানটি তার নিজের বলে দাবী করেন।তিনি বলেন যে,কৈয়ামধু বিটের বিট কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত রাসেলকে ম্যানেজ করে মৌখিক অনুমোতি নিয়েই আমরা গাছ কর্তন করেছি।ওনাদের ম্যানেজ না করে কেউ একটি গাছও কাটতে পারেনা, এটা তো আপনারা ভালোই বুঝেন। এ বিষয়ে কৈয়ামধু বিটের দায়িত্বরত বিট কর্মকর্তা রাসেলকে জিজ্ঞেস করা হলে তিনি জানান,দীর্ঘদিন এ বিটে বিট কর্মকর্তা নেই,আমি মূলতঃ এ বিটের অধিনে একজন গার্ড,আপাতত সব দায়িত্ব আমিই দেখভাল করি।বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলামকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে, তিনি জানান আমি কিছু জানি না। আমি ছুটি তে আছি।