আবুল কাশেম,সখিপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার মহানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মানিক বর্মণ জানান, গতকাল সকালের খাবার খাওয়ার পর-পরই বাড়ির সবাই অচেতন হয়ে পড়লে তাদেরকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাতে আমাদের ঘরে কেউ না থাকার সুবাদে চোরচক্রটি ঘরে ঢুকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, ১ টি মোটরসাইকেল, মোবাইল ও স্বর্ণালংকারসহ অন্তত ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে।
একই দিন প্রতিবেশী আজগর আলীর বাড়িতে চেতনানাশক স্প্রে করলেও কোন চুরির ঘটনা ঘটেনি। বর্তমানে দুই পরিবারের অন্তত ৬-৭ জন সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন জানান, গতকাল সকালে চেতনানাশক স্প্রে করার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি রাতে পাহাড়া দেওয়ার কথা বলে এসেছিলাম।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.