টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরুস্কার পেল চৌদ্দ বাড়ি সমাজের ২৬ কিশোর

কামরুল হাসান রুবেলঃ
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন সমাজ পরিচালনা কমিটি। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে নোয়াখালী কোম্পানীগন্জের চরহাজারী ইউনিয়নের চৌদ্দ বাডি সমাজের ২৬ কিশোর।
শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ এলাকার সকল শ্রেণীপেশার মানুষের সুনাম কুডিয়েছে।
চৌদ্দ বাডী সমাজের কয়েকজন প্রবাসীর অর্থায়নে আয়োজিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌদ্দ বাড়ি সমাজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম স্বরনার্থী।
চৌদ্দ বাড়ি সমাজ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কাজী আহম্মদ করিমের সার্বিক তদারকিতে এতে আরো উপস্থিত ছিলেন কোষাধক্ষ মাষ্টার নুর নবী, অত্র মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু বক্কর ছিদ্দীক , মাষ্টার মুহাম্মদ ওমর ফারুক, সমাজ সেবক ফেনী মডেল থানার এস আই নুরুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ এতে উপস্থিত ছিলেন।