ঠিকাদারও প্রকৌশলীর দূর্নীতিতে নতুন সড়ক যেন মরণ ফাঁদ

আবুল কাশেম,সখিপুর প্রতিনিধি
দশ মাস আগে নির্মিত ১৩ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের সখিপুর-বাটাজোর সড়কটি এখন মরণফাঁদ। নতুন সড়কটিতে অল্প সময়েই বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত তৈরি হচ্ছে। দুই মাসের কম সময়ে ১১ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে ছয়-সাতটি গর্তের সৃষ্টি হয়।
অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু গর্ত ভরাট করেছে। তবে এখনো তিন-চারটি স্থানে গর্ত আছে। কাজের মান ঠিক না থাকায় এক বছর যেতে না যেতেই সড়কটির এই হাল হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সখিপুর কার্যালয় সূত্রে জানা যায়, সখিপুর পৌর শহরের মুক্তার ফোয়ারা থেকে ময়মনসিংহের ভালুকার বাটাজোর পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ করা হয়।
১৩ কোটি ২৬ লাখ টাকার কাজটি করার দায়িত্ব পায় মেসার্স দাস ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কাজের মেয়াদ ছিল ২০২২ সালের ২৮ নভেম্বর পর্যন্ত। যথাসময়ে কাজ শেষ হলেও শুরুতেই কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।