ড্রাগন একাদশ আবুমাঝিরহাট ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

কামরুল হাসান রুবেল স্টাফ রিপোর্টারঃযুব সমাজকে মাদকমুক্ত রাখতে,ছাত্র সমাজকে ইন্টারনেট,মোবাইল গেইম কিশোর গ্যাং থেকে বিরত রাখার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারীতে,
ড্রাগন একাদশ আবুমাঝিরহাটের আয়োজনে, ড্রাগন একাদশ আবু মাঝিরহাট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টার সময় উপজেলার আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে, ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন আমেরিকান প্রবাসী জয়নাল আবেদীন হাজারী।
উপস্থিত ছিলেন ড্রাগন একাদশ আবু মাঝিরহাট ক্রিকেট টুর্নামেন্টের প্রধান উপদেষ্ঠা আবদুর রহিম মেম্বার,উপদেষ্টা মাঈন উদ্দিন দুলাল,সাইফুল আজম সোহেল,সোহেল লাকি,আব্দুর রহিম,মাহমুদুল হাসান,মাঝিরটেক একাদশের টিম ম্যানেজার মোফাচ্ছের হোসাইন,এডঃ ফখরুল হাসান সোহাগ,মানিকপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ইমতিয়াজ আহম্মেদ শাকিব, সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম,কাজী আহম্মদ করিম,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাহাদাত উল্যাহ স্বাভাব,মানিকপুর একাদশের টিম ম্যানেজার রাজু প্রমূখ।
ফাইনাল খেলায় মাঝিরটেক একাদশের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে মানিকপুর স্পোর্টিং ক্লাব।ব্যাট বলের নাটকীয় ঝড়ে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছে যায় মানিকপুর স্পোর্টিং ক্লাব।