মুহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম, লোহাগাড়া প্রতিনিধি:-
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে চুনতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় কৃষকের ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
নিহত বৃদ্ধের নাম সামশুল আলম (৬০)। তিনি ওই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুধ রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পুত্র জয়নাল সওদাগর জানান, প্রতিদিনের ন্যায় সকালে আমার বাবা আমাদের বাড়ির একটু পশ্চিমে কুলপাগলী এলাকায় মরিচ ক্ষেত দেখতে যান এবং ঘন্টা-দুয়েক কাজ করে বাড়িতে ফিরে আসেন। আজকেও নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায় আমার মা মরিচ ক্ষেতে খোঁজখবর নিতে গেলে দেখতে পান বাবার মরদেহ পড়ে আছে। তবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা উদ্দিন জানান,বিষয়টি শুনার পর ওসি স্যারকে জানিয়েছি।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.