ইমাম হোসেন খাঁন:দাগনভূঞা প্রতিনিধিঃউপজেলা পর্যায়ে সরকারী দপ্তরগুলোর কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
এরই অংশ হিসেবে ফেব্রুয়ারী মাসের সেরা দক্ষ কর্মচারী হিসেবে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফকে নির্বাচিত করা হয়েছে।অফিসার্স ক্লাবে উপজেলা পরিষদের মাসিক সভায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্ত্রী শর্মা, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া বলেন, এখন থেকে প্রতি মাসে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলো থেকে একজন সেরা কর্মচারী মনোনীত করা হবে। ফেব্রয়ারি মাসের সেরা কর্মচারী হিসেবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফকে মনোনীত করা হয়েছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.