জুলফিকার আলম, দাগনভূঞা.
ফেনীর দাগনভূঞায় দুর্ধর্ষ হাত কাটা কবিরসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন- কবির আহাম্মদ প্রকাশ হাতকাটা কবির (৫০), শহিদ রানা (৩২), মামুনুর রশিদ মামুন (২৮) ও হায়দার হোসেন সুজন (৩৬)।
এর আগে রোববার (১৭ মার্চ) রাতে থানা পুলিশের তিনটি পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকা ও পাশের উপজেলা সোনাগাজী, নোয়াখালী ও রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক মামলায় গ্রেপ্তারের পর শহিদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা প্রত্যেকে সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, এদের মধ্যে গ্রেপ্তার কবির আহম্মদ প্রকাশ দুই হাত কাটা কবিরের বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অন্য আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.