দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শিল্পপতি আবুল বাশার’র ঈদ শুভেচ্ছা বিনিময়

ইমাম হোসেন খাঁন:দাগনভূঞা প্রতিনিধি
ঐতিহ্যবাহী দাগনভূঞা প্রেসক্লাব’র নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল বাশারের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় এক কনভেনশন হলে প্রেসক্লাব সভাপতি নূরুল আলম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় অনুষ্ঠিত
ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার।
প্রধান অতিথির বক্তব্য কালে আবুল বাশার বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে। সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সাংবাদিকরা জাতির বিবেক। তারা সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করবে মর্মে আমার বিশ্বাস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাগনভূঞা-সোনাগাজী (ফেনী-৩) আসনে নৌকার প্রার্থীকে বিজয় করতে দাগনভূঞায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আমি দাগনভূঞাবাসীকে দিতে এসেছি, নিতে আসিনি।
সভায় বক্তব্য রাখেন দেশ টিভি ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, মোঃ ইয়াছিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচি, সহ সভাপতি কাজী ইফতেখার, মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য এম.এম রহমান সোহেল, ইয়াছিন করিম রনি,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম বেলাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরের ছাপা পলাশ, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান ও জেলা যুব লীগের সদস্য নূরুল আফছার প্রমুখ। এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।