দীর্ঘ ৪৮ঘন্টার পরে কৃষকের মরদেহ উদ্ধার

মুহাম্মদ নাছির উদ্দীন
লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বন্যার পানিতে ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার হলো পদুয়া চুনত্তি পাড়া এলাকায়।
৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিখোজ আসহাব মিয়া লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ার মৃত কালা মিয়ার পুত্র।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পদুয়া বাজার থেকে কৃষক আসহাব মিয়া বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ির যাওয়ার সময় রাস্তার দু পাশে পানির গতিবেগ বেশী ছিল। তীব্র পানির স্রোতে ভেসে যায় এই কৃষক । অনেক খুঁজাখুঁজির পরে অবশেষে মৃত দেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়
এসময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি বলেন বিষয়টি খুবই দুঃখ জনক ঘটনা এবং এর আগে কোন সময় এধরণের বন্যা দেখিনি
আমার এলাকাসহ অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবাই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলেন ও সবাইকে সচেতন থাকতে বলেন
এদিকে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে