আবুল কাশেম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন- আমাদের দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই।
দেশের মানুষের মানবিকতা নেই, মান-সম্মান নেই, ছোট বড় পার্থক্য নেই, সবাই বাদশা। বঙ্গবীর বলেন, স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করে। এ জন্য দেশে মুক্তিযুদ্ধ করি নাই। এটা মানুষের দেশ হয় নাই। যত বড় বড় কথা বলুক দেশে উন্নয়ন হয়েছে, দালান কোঁঠা হয়েছে, মাদরাসা হয়েছে। সারাদিন যে কামলা দিয়ে খায় সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না।
আমি চাই যে মানুষ পরিশ্রম করবে তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা:) এর বাৎসরিক ওরশ মাহফিলে তিনি এসব কথা বলেন। বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদকে উদ্দেশ্য করে বলেন, ইলেকশনে খুব জোর পেয়েছিল, নৌকা পেয়ে। সরকার, মরকার নেই। মানুষ নিয়ে গুঁড়া করে ফেলবে। মানুষকে যারা অত্যাচার করে, মানুষকে যারা ঠকায় তাদেরকে ছাড়া হবে নাা।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.