শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত-১৫ আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরাম’র অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে:নোয়াখালীতে শিবির সভাপতি কোম্পানীগঞ্জ প্রবাসী যুব পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ঈদ প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হাজী রহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ইমাম সেক্রেটারি মাহিন খাঁন হাজী রহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাব এর ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তা প্রদান মুছাপুরে সাবেক ছাত্রনেতা আবদুর রহিম এর ঈদ উপহার পেল দেড় হাজার পরিবার কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কমিটি গঠন
Notice :
Wellcome to our website...

দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে:নোয়াখালীতে শিবির সভাপতি

প্রতিনিধি: / ৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

কামরুল হাসান রুবেল, নোয়াখালীঃজুলাই-আগস্ট বিপ্লবকে ভুলে দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সভাপতি জাহিদুল ইসলাম।

আজ বুধবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন শিবির সভাপতি। জেলার দক্ষিণ শাখার আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে ঈদপ্রীতি সমাবেশের আয়োজন করা হয়।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের স্পিড হচ্ছে, অন্যায়-অবিচার-জুলুম-চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু কেউ কেউ এ স্পিড ভুলে গিয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষমতা লোভী হয়ে নব্য ফ্যাসিবাদী হিসেবে আবির্ভূত ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তা কখনো সফল হবে না। আবারও দেশপ্রেমিক সৎ ও খোদাভিরু, নির্ভিক, তাকওয়ার গুণাবলী সম্পন্ন ছাত্র-জনতা নব্য ফ্যাসিবাদকে রুখে দিতে রক্তদান ও শহিদ হতে প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, যাদের রক্ত ও আত্মদানের ফলে আজ মুক্ত বাংলাদেশে কথা বলছেন, ক্ষমতার চেয়ারে বসে আছেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সে শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। আর যদি ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী করেন, তাহলে শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদের পতনের চাইতেও কঠিন ভাগ্যবরণ করতে হবে। ইতিহাস এটাই বলে, এটাই সত্য।

শিবির সভাপতি বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। ছাত্রশিবির শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করলে প্রশাসন নিষিদ্ধ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করলে শিবির নেতাকর্মীদের রক্তাত্ব করা হয়েছিল। গত বছর ইফতার নিষিদ্ধ করতে গিয়ে সব বিশ্ববিদ্যালয় গণইফতার আয়োজনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের স্পিড তৈরি হয়েছিল। বিগত আওয়ামী শাসনামলের ইফতার ও ঈদ আর ৫ আগস্টের পর এবারের ইফতার ও ঈদানুষ্ঠানের পার্থক্য নিশ্চয়ই জনগণ বুঝতে পেরেছে।

নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি হাফেজ সাইফুর রসূল ফুয়াদের সভাপতিত্বে সেক্রেটারি মিছবাহুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যক্ষ বেলায়েত হোসাইন, সেক্রেটারি মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা আমির মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, মাদ্রাসা কার্যক্রমবিষয়ক সম্পাদক আলা উদ্দিন আবির, নোয়াখালী জেলা ছাত্রশিবির দক্ষিণের অফিস সম্পাদক গোলাম আজম টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর