দৈনিক প্রথম সংবাদ এর উপদেষ্টা মোশারফ সবুজের সাথে সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের কৃতি সন্তান কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সফল সাধারণ সম্পাদক দৈনিক প্রথম সংবাদ পত্রিকার উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোঃ মোশাররফ হোসেন সবুজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, পল্লী টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল হাসান রুবেল।
এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রথম সংবাদ এর স্টাফ রিপোর্টার ও দৈনিক গণমুক্তির কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন খান ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ শামসুদ্দিন।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোশাররফ হোসেন সবুজ দীর্ঘ ১৮ বছর পর নিজ জন্মভূমি বাংলাদেশে আগমন উপলক্ষে দৈনিক প্রথম সংবাদ এর প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন৷ এসময় পত্রিকাটির মান উন্নয়নে উপদেষ্টা মোশাররফ হোসেন সবুজ বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন এবং সকল প্রকার সহযোগিতা প্রদানের আশা ব্যক্ত করেন।