আবু হাসান আপন ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পৌর এলাকার থানা গেইট সংলগ্নে আল্লামা মামুনুল হক সহ সকল মজলুম কারাবন্দীদের মুক্তির দাবিতে নবীনগরের তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট শুক্রবার মুফতী বেলায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে মাওলানা মেহেদী হাসান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নবীনগর উপজেলার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম,
সেক্রেটারী মাওলানা আব্দুল কাঈয়ুম ফারুকী,
নবীনগর দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, মাওলানা ফোরকান উদ্দিন নবীপুরী, হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা মুমিনুল হক ভূঈয়া, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোকতার হোসাইন আমিনী, মাওলানা ফরহাদ হোসাইন ফরিদী,
মাওলানা আব্দুর রউফ, হাফেজ সাদ-উল্লাহ, মুফতি আবু সুফিয়ান, মাওলানা মোফাজ্জল, হাফেজ রাকিবুল ইসলাম তাজ, মাওলানা আনোয়ার হোসাইন, মোঃ নিয়ামুল হুদা, মাওলানা কাউছার, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা রবিউল্লাহ, মাওলানা খালিদ সায়ফুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা আল্লামা মামুনুল হক সহ মাজলুম কারাবন্দী আলেমদের মুক্তির দাবি জানায়।এবং পথচারী হাফেজ রেজাউল করিম কে নির্মমভাবে পিঠিয়ে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানান, অভিলম্বে অপরাধীদের কে আইনের আওতায় এনে বিচারের দাবী করেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.