আবু হাসান আপন,নবীনগর উপজেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে মহৎচাষী শিমুল মিয়ার উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে জিনদপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য বিল্লাল মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আবুল হোসেন, মোহাম্মদ হারেস, সিহাব আহম্মেদ, হাসান উদ্দিন, রকিবুল হাসান, ফজল মিয়া, হানিফ মিয়া,
কুলসুম, আকলিমা,কহিনুর,মুন্নি আক্তার প্রমুখ।
গত বুধবার রাতে ১৫-১৬ জন পুলিশ শিমুল মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর নির্যাতন করে ৫৪ ধারা জেলা হাজতে প্রেরণ করে।
এলাকা বাসীর প্রশ্ন কোন অভিযোগ ছাড়া পুলিশ কেন রাতের আঁধারে সহজ সরল ছেলে শিমুল কে ধরে নিয়ে মার দূর করে তার হাত পাও ভেঙ্গে চুরমার করে দিল।
শিমুল এর বাবা মা বউ ছোট ছোট ছেলে মেয়ে গুলার এখন কি উপায় হবে দিন দিন পুলিশ যদি এই ভাবে অসহায় মানুষদের উপর অত্যাচার করে তাহলে আমরা সাধারণ মানুষ কি ভাবে শান্তি পূর্ণ ভাবে থাকবো শুধু শুধু শিমুল এর উপরে এমন অত্যাচার কেন হল তাহার সঠিক বিচার চাই,এবং সঠিক তদন্তের মাধ্যমে পুলিশের বিচার দাবী করে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.