আবু হাসান আপন,নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে রাসেল মিয়া ও তার পরিবার আখিঁ বেগম এর বিরুদ্ধে ব্লেকমেইলিং করে টাকা আদায়ের অভিযোগ করেছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ খলিল মিয়া।
শিবপুর হাইস্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি, এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন তিনি।
সুত্রে জানা যায়, খলিল মিয়া ও রাসেল মিয়া’র মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক বিরোধ চলে আসছিল। অভিযুক্ত দম্পত্তি ব্রাহ্মণবাড়িয়া সদরে বাসা ভাড়া করে দির্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ত চালিয়ে আসছে।
গত একুশে মে খলিল মেম্বার তার ব্যবসায়ীক কাজে ব্রাহ্মণবাড়িয়ায় সদরে যান। ওই দম্পত্তি কৌশলে তাকে তাদের ভাড়া বাসায় ডেকে নিয়ে জোর পূর্বক মারধর করে ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে একটি মেয়ের সাথে আপত্তিকর ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবী করে ।
প্রানের ভয়ে ব্যবসায়ীক কাজের সাথে থাকা দুই লক্ষ ষোল হাজার ও একটি স্মাট মোবাইল সেট দিয়ে সেখান থেকে ছাড়া পায়। পরবর্তীতে ওই আপাত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে আরো ৫০ হাজার টাকা নিয়ে যায়।
এভাবে দিনের পর দিন বিভিন্ন অংকের টাকা দাবী করে আসছে, ওই সমস্ত টাকা দিতে না পারায় ভিডিওটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
খলিল তার লিখিত বক্তব্যে আরো বলেন, ওই দম্পত্তি বাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন জায়গায়বাসা ভাড়া করে স্থানীয় উশৃংখল নেশাখোর,চোর ছিনতইকারি ও অপরহণকারি ছেলেদের সাথে জোটবদ্ধ হয়ে।
কৌশলে বিভিন্ন লোকদের ধরে এনে অনৈতিক আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা কামাইয়ের ব্যবসা করে আসছে, গত ৩১ মে ওই দম্পত্তির বিরুদ্ধে ব্রাহ্মণাড়িয়া সদর থানায় মামলাটি দায়ের করেন তিনি। তিনি বিচারের দাবী জানান।
এ ব্যাপারে অভিযুক্ত রাসেল মিয়ার সাথে কথা বললে, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে কোন বক্তব্য দিতে রাজী হননি।
এ ব্যাপারে রাসের মিয়ার স্ত্রী আখিঁ বেগম রাসেল তার স্বামী নয় পরিচিত দাবী করে পরে কথা বলবেন বলে লাইনটি কেটে দেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.