আবু হাসান আপন, নবীনগর উপজেলা প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫৪ পিস ইয়াবাসহ
মাদক ব্যবসায়ী শুক্কুর আলী গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷ গ্রেফতারকৃত শুক্কুর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মরন নাশক ইয়াবাসহ মাদকের জমজমাট ব্যবসা করে আসছিলো৷ এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ারের দিকনির্দেশনায় সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইহসানুল হাসান সংগীয়সহ উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শুক্কুর আলীকে গ্রেফতার করতে সক্ষম হন৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় মঙ্গলবার (৩০মে) রাত সাড়ে ৯টারদিকে এসআই ইহসানুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামের মোঃ শাহজাহান মিয়ার পুত্র শুক্কুর আলী (৩৮)কে নিলখী দক্ষিন পাড়া তার নিজ বসতঘর থেকে ৫৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামি শুক্কুর আলী বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামী শুক্কুর আলীকে জেল হাজতে প্রেরণ করা হবে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.