আবু হাসান আপন,নবীনগর উপজেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে,আজ মঙ্গলবার দুপুরে পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস উপজেলা কার্যালয়ে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে এই বাজেট পেশ করেন, ২০২৩-২০২৪ অর্থ বছরের সর্বমোট ৮১ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ৮১ কোটি ১৬ লাখ এবং মোট ব্যায় ৮০ কোটি ৫৩ লাখ টাকা ও উদ্বৃত্ত ৬৩ লাখ ৩৯ হাজার টাকা দেখানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, নির্বাহী কর্মকর্তা (সচিব) বেলজুর রহমান খান, , হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিনসহ পৌর কাউন্সিলবৃন্দ।
এদিকে প্রতিষ্ঠার ২৪ বছর পরও 'প্রথম শ্রেণি' খ্যাত নবীনগর পৌরসভার পৌরভবনটি ২৪ বছর ধরে টিনের ছোট্ট ঘরে পৌর কার্যালয়ে কাজ চলমান আছে,এখন পর্যন্ত নির্মিত না হওয়ায়, বাজেটে উপস্থিত পৌর নাগরিকবৃন্দ এ নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
পরে মেয়র এডভোকেট শিব শংকর দাস তাঁর বক্তব্যে পৌর ভবন নির্মাণসহ বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুত পৌরসভার পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উপস্থিত সবাইকে জানিয়েছেন এবং পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.