আবু হাসান আপন,নবীনগর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হরুরা গ্রামের জনসাধারণের চলাচলের সরকারি রাস্তার জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মান করেছে এলাকার দুই প্রভাবশালী মৃত নুরু মিয়ার ছেলে ফরহাদ সরকার ও আবদুল বারিক মিয়ার ছেলে ফজলু মিয়া।
উক্ত রাস্তাটি উদ্ধারের জন্য এলাকার প্রায় অর্ধশত গ্রামবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগ প্রত্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দায়ের করা হয়।
গতকাল সোমবার (০৫/০৬)গ্রামের সমাজসেবক মোঃ খলিলুর রহমান সাংবাদিকদের সামনে গ্রামের সাধারণ মানুষের চলাচলের অসুবিধার চিত্র তুলে ধরে রাস্তা উদ্ধারের কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
হুরুয়া মৌজার খাস খতিয়ানভুক্ত বিএস ১১৭৪ দাগে ১০ ফুটের উক্ত রাস্তা দিয়ে ওই এলাকার ৫টি গ্রামের জিনদপুর,হুরুয়া কাঠালিয়া,ইব্রাহিমপুর,বাঘাদানা গ্রামের হাজারো মানুষসহ ছাত্র/ছাত্রীরা প্রতিদিন চলাচল করে।
উক্ত প্রভাবশালী ব্যক্তিরা জোর পূর্বক পেশীশক্তির বলয়ে রাস্তার অধিকাংশ জায়গা জবর দখল করে বাড়ির সীমানা বাউন্ডারী ওয়াল নির্মান করে। ফলে রস্তাটি সরু হয়ে যাওয়া যানবাহনসহ মানুষের চলাচলের বিঘ্ন ঘটে।
এ ব্যাপারে অভিযুক্ত ফজলু মিয়া ও ফরহাদ সরকার বলেন, ৪০ বছর আগে রাস্তা যে ভাবে ছিল এখন সেইভাবে আছে আমরা কোন রাস্তার জায়গা দখল করি নাই। রাস্তা যদি থাকে সঠিক সিমানা থেকে মাপ জোক করে তা বের করতে আমাদের কোন আপক্তি নাই।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.