নিউইয়র্কে কোম্পানীগঞ্জের প্রবাসীদের সাথে ফখরুল ইসলামের মতবিনিময়

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি মেট্রো হোমস এর চেয়ারম্যান ফখরুল ইসলাম আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কোম্পানীগঞ্জের প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এ অবস্থিত
বৃহত্তম নোয়াখালী সোসাইটি ইউএসএ অফিসে অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক বিএনপি নেতা আহসান উল্লাহ বাচ্চুর সন্চালনায় এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনসার উল্যাহ চৌধুরী।
মতবিনিময় সভায় ফখরুল ইসলাম এর প্রতি পূর্ণ আস্থা এবং কোম্পানীগঞ্জ বিএনপির আগামীর কান্ডারী হিসেবে সামনে রেখে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ সমিতির ট্রাষ্টি চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান, চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন সেলিম, কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ জসিম, পেনসেলবেনীয়া কোম্পানীগঞ্জ সমিতির সাবেক সভাপতি আইয়ুব আলী, কোম্পানীগঞ্জ ফোরাম সভাপতি নূরুল করিম মোল্লা, বিশিষ্ট সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, যুক্তরাষ্ট্র জাগফার সভাপতি রহমত উল্লাহ, নিইয়র্ক জাজাস সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী।
কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার তরুনদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদী হাসান, মোশারফ ফয়সাল, আব্দুর রহিম সবুজ, এনামুল হক লিটন।
প্রায় শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জ বিএনপি সহ অবৈধ সরকারকে সরিয়ে নির্দোলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন আদায়ে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন এবং প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ডিনারের মাধ্যমে সফল ভাবে মতবিনিময় সভা শেষ হয়।