নিউইয়র্ক সিটি পুলিশে পদোন্নতি প্রাপ্ত রহিম কে চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা

কামরুল হাসান রুবেল-
নোয়াখালী কোম্পানীগন্জের চরহাজারী ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুর রহিম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনী ‘নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে ‘সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়ায় চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন (ইউএসএ) এর আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ব্রকলেইনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমানের সভাতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল আমিন বুলবুল এর সন্চালনায় এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথী নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসার মোহাম্মদ আব্দুর রহিম।
এতে আরো উপস্থিত ছিলেন,পুলিশ অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত দিদারুল আলম ও জামশেদ হোসাইন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে নিয়োগ প্রাপ্ত মোহাম্মদ মাসুম।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত জয়নাল আবেদীন হাজারী, আবু নাছের, নুরুল করিম মোল্লা ,তাজুল ইসলাম, আনোয়ার হোসাইন , এ এস এম মাইন উদ্দিন পিন্টু, হারুনুর রশিদ (আল- হারুন), মোশারফ হোসেন সবুজ, মোঃ শাহাজান, শাহাব উদ্দিন, এড.কামাল উদ্দিন মানিক ও মোঃ মোরসালীন হোসাইন প্রমূখ।