শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত-১৫ আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরাম’র অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে:নোয়াখালীতে শিবির সভাপতি কোম্পানীগঞ্জ প্রবাসী যুব পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ঈদ প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হাজী রহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ইমাম সেক্রেটারি মাহিন খাঁন হাজী রহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাব এর ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তা প্রদান মুছাপুরে সাবেক ছাত্রনেতা আবদুর রহিম এর ঈদ উপহার পেল দেড় হাজার পরিবার কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কমিটি গঠন
Notice :
Wellcome to our website...

নোয়াখালীতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধ ১

প্রতিনিধি: / ৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

কামরুল হাসান রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হামলায় ইব্রাহিম মাসুম (২৭) নামে ইউনিয়ন ছাত্রদলের এক সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় আমানউল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম মাসুমকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, তার পায়ে গুলির চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আমানউল্যাহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের সমর্থক মো. সোহেলকে (৪০) ছাত্রদলের একদল কর্মী মারধর করেন। এরপর বিকেলে শিবিরকর্মী মো. রাশেদের ওপর হামলা চালান ছাত্রদলের কর্মীরা। সেই হামলার জেরে সন্ধ্যায় শিবিরের একদল কর্মী ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা সর্দার দিঘির পাড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এসময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় ছাত্রদল নেতা ইব্রাহিম মাসুম পায়ে গুলিবিদ্ধ হন।

আহত ইব্রাহিম বলেন, দুপুরে সোহেলকে ইয়াবা সেবনকালে ছাত্রদলের কয়েকজন হাতেনাতে আটক করেন। সোহেল একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। ৫ আগস্টের পর তিনি স্থানীয় জামায়াত-শিবিরের লোকজনের সঙ্গে চলাফেরা শুরু করেন। সে কারণে জামায়াত-শিবিরের কর্মীরা তার পক্ষ হয়ে সন্ধ্যায় অতর্কিত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গুলি শুরু করে।

উপজেলা জামায়াতের আমির মো. আবু জাহের বলেন, ছাত্রদলের কর্মীরা ৫ আগস্টের পর থেকে আমানউল্যাহপুরে আমাদের অনেক নেতাকর্মীকে মারধর করেছেন। আজও বিনা কারণে জামায়াতের সমর্থক মো. সোহেল ও শিবিরকর্মী মো. রাশেদকে (২৪) মারধর করে। হামলায় রাশেদ অচেতন হয়ে যান। কর্মীরা যখন রাশেদের চিকিৎসা নিয়ে ব্যস্ত তখন তৃতীয় কোনো একটি পক্ষ ছাত্রদলের নেতা মাসুমের ওপর হামলা করে। তবে তারা শিবিরের কি না, সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।

আমানউল্যাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম সুমন বলেন, দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা মো. সোহেল নামের এক মাদকসেবীকে আটক করে চড়-থাপ্পড় দেয়। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ওই সোহেলের পক্ষ নিয়ে সন্ধ্যায় শিবিরের কর্মীরা ছাত্রদলের কর্মীদের ওপর অতর্কিত হামলা করেন এবং গুলি ছোড়েন। এতে ছাত্রদলের নেতা ইব্রাহিম মাসুম বাঁ পায়ে গুলিবিদ্ধ হন এবং আরও ৪-৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করে পুলিশকে দেওয়া হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের একজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর