নোয়াখালী প্রতিনিধিঃ
টানা ভারি বর্ষণ, ছোট ফেনী নদী এবং ভাবনী নদীর ধেয়ে আসা পানিতে ডুবে গেছে নোয়াখালীর আটটি উপজেলার শত শত গ্রাম।
বুধবারও প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। বাড়িঘর, রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় কার্যত ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। এতে আট উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
টানা বর্ষণ, ছোট ফেনী নদী থেকে ধেয়ে আসা পানিতে ডুবে গেছে জেলা সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন ও মুছাপুর ইউনিয়ন, কবিরহাট, সুবর্ণচর উপজেলার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, রাস্তাঘাট।
গ্রামীণ সড়ক ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। তার উপর দিয়ে চলছে নৌকা। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খাদ্য ও বিশুব্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর ও গবাদিপশু সহ ফসলি জমির সকল ফসল৷ এতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.