কামরুল হাসান রুবেলঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ৫ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামীলীগের ৩ বারের সাধারণ সম্পাদক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের এমপি ।
আজ বুধবার সকাল ১০ টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ে উপজেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মেজবাউল আলম ভূইয়া নিকট ওবায়দুল কাদেরের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন ,উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহবুবর রশিদ মন্জু সহ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.