নোয়াখালী -৫ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন জাতীয় পার্টির ব্যারিস্টার তানভীর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নোয়াখালী -৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট)আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ।
বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল আলম ভূঁইয়ার কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোহাম্মদ আনোয়ার খালেদ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাকিম মোহাম্মদ শহীদুল্লাহ্ ,কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতা সাইফুল ইসলাম স্বপন , নিজাম উদ্দিন ,কবিরহাট জাতীয় পার্টির আহ্বায়ক জিল্লুর রহমান বাবলু ,পৌরসভা আহ্বায়ক নাসির উদ্দিন ,নেতা মোস্তাফিজুর রহমান ,পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মাহবুব জামিল মাসুম প্রমূখ।