গতকাল শনিবার কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাটগুলোয় টহল দেওয়া হচ্ছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট বা নৌযানে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো বলেন, কোস্ট গার্ডের এই কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা-পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.