পুলিশের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্টিত

মুহাম্মদ নাছির উদ্দীন , লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান বলেছেন, পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, আপনার পুলিশ, আপনার পাশে।পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।
১১ জুন (রোববার) সকালে বড়হাতিয়া ইউপির মাঠে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ আপনার পাশে এ স্লোগানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,বড়হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, সমাজসেবক নুরুল কবির চৌধুরী, ইউপির সকল সদস্য-সদস্যাবৃন্দ, জনপ্রতিনিধি,শিক্ষক সহ অন্যানারা।