বকশীগঞ্জ থেকে সরকার আব্দুর রাজ্জাক:
জামালপুরের বকশীগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) শ্রমিক দিয়ে কারচুপির মাধ্যমে চলছে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর কাজ। এমন দূর্নীতি ও কারচুপির অভিযোগ উঠেছে কাবিটা প্রকল্পের সভাপতি ইউপি সদস্য হাফিজুর রহমানের বিরুদ্ধে। হাফিজুর রহমান বগারচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য। সরেজমিনে গিয়ে দেখা গেছে কাবিটা প্রকল্পের রাস্তায় মাটি কাটছেন ভিন্ন কর্মসংস্থানের শ্রমিকরা। জানতে চাইলে শ্রমিকরা জানান হাফিজুর মেম্বার তাদেরকে এ রাস্তায় মাটি কাটতে নিয়ে এসেছেন। তারা প্রকৃতপক্ষে ওই প্রকল্পের শ্রমিক নয়।
খোজ নিয়ে জানা গেছে উপজেলার বগারচর ইউনিয়নের নইমিয়ার বাজারের পশ্চিম পার্শ্বে মোতালেব মিয়ার স,মিল থেকে জামিউল হকের বাড়ি হয়ে আগা মিয়ার বাড়ি পর্যন্ত লিঙ্ক ইবনে ছাউদের বাড়ি হয়ে উত্তর দিকে সরকারি প্রাথমিক বিদ্যায়ল পর্যন্ত রাস্তা মেরামতের জন্য অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) একটি প্রকল্প দেয়া হয়। প্রকল্পের শ্রমিক সংখ্যা ৫৪ জন। এরমধ্যে ১৩ জন পুরষ ও ৪১ জন নারী শ্রমিক। কাজটি শেষ পর্যায়ে রয়েছে। অপরদিকে দক্ষিণ মোড়ারপাড়া মোস্তাফিজের বাড়ি হইতে ফজলুর বাড়ির পিছন পর্যন্ত মাটির রাস্তা মেরামতের জন্য কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর একটি প্রকল্প দেয়া হয়। ওই প্রকল্পের বরাদ্ধ ১ লাখ টাকা। সেই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য হাফিজুর রহমান। গত দুইদিন যাবত দূর্নীতি বাজ ইউপি সদস্য হাফিজুর রহমান ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) শ্রমিক দিয়ে কাবিটা প্রকল্পের কাজ করাচ্ছেন।
ওই প্রকল্পের শ্রমিক জবেদা বেগম ,বিলকিছ,মমতা খাতুন,আছফুল বেগম,সখিনা বেগম বলেন, আমরা গরীব মানুষ,আমাদের যেনো কোন ক্ষতি না হয়। হাফিজুর মেম্বার আমগর এখানে নিয়ে আসছে। তার কথায় দুইদিন ধরে এই রাস্তায় মাটি কাটতেছি।
শ্রমিক সর্দার রায়হান আলী বলেন,আমরা টাংগারী পাড়া রাস্তায় কাজ করি। হাফিজুর মেম্বার আমাদের মাটি কাটার কথা বলে এই রাস্তায় নিয়ে আসছে। সে বলছে এক জায়গায় কাজ করলেই হলো,তোমরা আসো। মেম্বারের কথায় আমরা এখানে আইছি।
জানতে চাইলে কাবিটা প্রকল্পের সভাপতি ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন,এটা আসলে কাবিটা প্রকল্পের রাস্তা না। রাস্তাটি ভেঙ্গে গেছে দীর্ঘদিন আগে, তাই শ্রমিকদের নিয়ে দুইদিন কাজ করিয়েছি। তবে যখন জানতে পেরেছি কর্মসংস্থান শ্রমিকদের দিয়ে এই রাস্তায় কাজ করানো যাবে না, তখনি শ্রমিকদের আগের জায়গায় পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান বলেন, কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) শ্রমিক দিয়ে কাবিটা প্রকল্পের কাজ করানোর কোন সূযোগ নেই। খবর পেয়েই উপসহকারী প্রকৌশলীকে ঘটনাস্থালে পাঠিয়েছি। বিস্তারিত জানার পর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বলেন,অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে অন্য প্রকল্পের কাজ করানো যাবে না। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.