আবুল কাশেম, সখিপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। গতকাল বুধবার আনুমানিক রাত সাড়ে ৮টার সময় বাসাইল উপজেলার বাসুলিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মুনিয়া মুক্তি টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে ক্যামেস্টি বিষয়ে অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী । সে বাড়ি থেকে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় হলে যাওয়ার পথে বাসুলিয়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পাঠান । সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে আনুমানিক রাত ১০টার সময় মির্জাপুরের গোড়াই নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়। তার এ অকাল মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবার ও এলাকায়।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.