কামরুল হাসান রুবেল,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত বসুরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ইজুন) সকাল ১০ টায় পৌরসভার কার্যালয়ে ৯৮ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
বাজেটে এবার রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ৩১কোটি ৯৯ লাখ টাকা, উন্নয়ন অনুদান সাড়ে খাতে ৫৮ কোটি ৫০ লাখ টাকা, মূলধন হিসাব ৬০ লাখ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ৭ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকা।
এছাড়াও ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ৩১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৫৮ কোটি ৫০ লাখ টাকা, মূলধন ব্যয় ৭০ লাখ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৪৮৩ টাকা।
এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে।এছাড়া মানসম্মত শিক্ষা এবং মাদক মুক্ত কোম্পানীগঞ্জ গড়ার লক্ষে সভা সমাবেশে পৃথক পৃথক কমিটি গঠন এবং যানজট নিরসনকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান মেয়র আবদুল কাদের মির্জা।
এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফরহাদ হোসেন ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল,বসুরহাট ব্যবসায়ী সমিতি লিঃ এর নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রমূখ।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.