বসুরহাট পৌরসভা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

নোয়াখালীর বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টার সময় বসুরহাট পৌরসভা মিলনায়তনে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়েরের
সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলের শুভ উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদল,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ প্রমূখ।
সম্মেলনের ২য় অধিবেশনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সভাপতি আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার সভাপতি আবুল খায়ের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মঞ্জুর নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্য পদে পরবর্তীতে ঘোষণা করা হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।