আবুল কাশেম,সখিপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন তার প্রতীক ছিল ছাতা। তিনি ৯৬৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন লোকমান হোসেন। তার মার্কা ছিল আম। তিনি পেয়েছেন ৮১৭ ভোট।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদের পুরনো হলরুমে বণিক সমিতির সদস্যদের ভোট গ্রহণ শেষে রাত ৮ টার পরে ফলাফল ঘোষণা করা হয়।
এ ছাড়া সহ-সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম ১০৯৮ ভোট। সহসম্পাদক জেলহক সিকদার ১০৬৯ ভোট, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ ৮৩১ ভোট, দপ্তর সম্পাদক সামাদ মিঞা ৭৩৯ ভোট, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ১২১৩ ভোট, প্রচার সম্পাদক শ্রী রঞ্জিত শীল ৯৩১ ভোট এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান ১০২৭ ভোট। দপ্তর সম্পাদক সোলায়মান কবীর বলেন, আমার ৫০টিরও অধিক ভোট কর্তৃপক্ষ অকারণে বাতিল করেছেন, আমি পুণরায় ভোট গণনার জোর দাবি জানাই।
সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের এ নির্বাচনে ৯ পদে বিভিন্ন প্রতীকে মোট প্রার্থী হয়েছিলেন ২৬ জন। মোট ভোটার ছিলেন ২৩৫৩ জন। ভোট দিয়েছেন ২১৩৩ জন ভোটার।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.