শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত-১৫ আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরাম’র অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে:নোয়াখালীতে শিবির সভাপতি কোম্পানীগঞ্জ প্রবাসী যুব পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ঈদ প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হাজী রহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ইমাম সেক্রেটারি মাহিন খাঁন হাজী রহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাব এর ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তা প্রদান মুছাপুরে সাবেক ছাত্রনেতা আবদুর রহিম এর ঈদ উপহার পেল দেড় হাজার পরিবার কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কমিটি গঠন
Notice :
Wellcome to our website...

বিএম ইউসুফ আলীর যোগ্য ব্যবস্থাপনায় অনন্য উচ্চতায় পপুলার লাইফ

প্রতিনিধি: / ৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সংবাদ:

ইংরেজিতে একটি প্রবাদ আছে One can never be a good sailor in calm seas ‘‘শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না” ঠিক তেমনি ছোটবেলা থেকেই নানান প্রতিকুল পরিবেশ অতিক্রম করে সততা, পরিশ্রম, মেধা ও দক্ষতার সমন্নয় ঘটিয়ে প্রতিটা মুহূর্তে মাঠ পর্যায়ে কর্মের কঠিন ঝুঁকি মোকাবেলা করে বীমা সেক্টরে আজ একটি “ব্রান্ড” বিএম ইউসুফ আলী। যিনি লাইফ বীমা খাতের কোম্পানী পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর গুরু দায়িত্ব পালন করেও বাংলাদেশের লাইফ এবং নন লাইফ মিলে ৮২টি বীমা কোম্পানীর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট হিসেবে সক্রিয় ভুমিকা রেখে চলছেন। তারই সুনিপুণ হাতের ছোয়ায় পপুলার লাইফ বাংলার ঘরে ঘরে মান সম্মত বীমা পণ্যের মাধ্যমে গ্রাহক সেবা দিয়ে আজ বীমা সেক্টরে একটি মডেল কোম্পানীতে রুপান্তর হয়েছে। ফলশ্রুতিতে পলিসি হোল্ডার পাচ্ছে নিয়মিত বীমা দাবী এবং শেয়ার হোল্ডার পাচ্ছে বীমা সেক্টরে সর্বোচ্চ লভ্যাংশ। তাছাড়া বিগত বছর গুলোর তুলনায় সর্বশেষ ব্যবসা সমাপনীর হিসেবে লাইফ ফান্ড কমেছে মাত্র ৩৭ কোটি ১৯ লাখ টাকা, যা আগের বছরে কমেছিল ১শত ৪ কোটি ৪১ লাখ টাকা। তথ্যানুসারে প্রতিষ্ঠানটির আগামীতে দাবী পরিশোধে আর লাইফ ফান্ডে হাত দিতে হবেনা। উদ্বৃত্ত টাকা থেকেই দাবি পরিশোধ সম্ভব হবে এবং লাইফ ফান্ডও বৃদ্ধি পাবে এমনটাই আশা করা যাচ্ছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সর্বশেষ হিসাব সমাপনীর তথ্য অনুসারে, ২০২৩ সালে কোম্পানীটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২১ কোটি ৬ লাখ টাকা, এর মধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৪ কোটি ১৫ লাখ টাকা এবং নবায়ন সংগ্রহ বেড়েছে ১৬ কোটি ৯২ লাখ টাকা। ২০২৩ সালে পপুলার লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ৬শত ৭৬ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ২শত ৫৩ কোটি ৭০ লাখ টাকা। তাছাড়া ২০২২ সালে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৬শত ৫৫ কোটি ৬৮ লাখ টাকা। প্রথম বর্ষ প্রিমিয়াম ছিল ২শত ৪৯ কোটি ৫৫ লাখ টাকা। প্রিমিয়াম বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনা খাতেও ব্যয় কমেছে প্রতিষ্ঠানটির। ২০২৩ সালে পপূলার লাইফ অনুমোদিত সীমার চেয়ে ১৪ কোটি ৩২ লাখ টাকা কম খরচ করা হয়েছে। ২০২৩ সর্বশেষ হিসাব সমাপনী বছরে প্রতিষ্ঠানটির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১হাজার ৬শত ৪০ কোটি ৬ লাখ টাকা। তাছাড়া ২০২৩ সালে পপুলার লাইফের সরকারি খাতসহ সর্বমোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১ হাজার ৬শত ২৬ কোটি ৫৮ লাখ টাকা।
একথা বলার অপেক্ষা রাখেনা যে, বিএম ইউসুফ আলীর নিজস্ব সৃষ্টিশীলতায় বিমাখাত আজ অনন্য উচ্চতায় দাঁড়িয়েছে। মানুষকে আপন করে নেওয়ার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী সদা হাসোজ্জ্বল এই মানুষটি বিমা পেশায় ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। একইভাবে তৃণমূল তথা তার নিজ জেলা শরীয়তপুরের আম-জনতার কাছে তিনি বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে সর্বমহলে আলোকিত সাদামনের একজন বিশ্বস্ততার নেতৃস্থানীয় মানুষ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন নিজেরই অজান্তে। অপার সম্ভাবনার এদেশে বিমা খাত নিয়ে নানা কুসংস্কার ও সংকটের পাহাড় ডিঙ্গিয়ে গণমানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে দিকপালের ভূমিকায় আবির্ভূত হয়েছেন বি এম ইউসুফ আলী। বিমা ব্যবসায় মূলধন সততায় শির উঁচু করা আকর্ষণীয় ব্যক্তি চরিত্রের অধিকারী বি এম ইউসুফ আলী স্বীয় মেধা, মন, মনন, মানসিকতা, আত্ম-জিজ্ঞাসা, আত্ম-মর্যাদা, আত্ম-অনুসন্ধানে অসচেতন জনগোষ্ঠীকে পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যানারে ধাপে ধাপে এগিয়ে এনেছেন মানব কল্যাণে। অর্থনীতিকে সমৃদ্ধ করতে শুরুতে একক বিমার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের কল্যাণে ক্ষুদ্র বিমা চালু করেন তিনি। যাতে করে মানুষের মধ্যে বিমা সুবিধার সাথে সাথে সঞ্চয় করার মানসিকতাও গড়ে উঠে। মূলত ব্যতিক্রমী সব প্রকল্প গ্রহণ ও সফল বাস্তবায়নের কারণেই পপুলার লাইফ ইন্সুরেন্স আজ সবার শীর্ষে। একারণেই প্রতিষ্ঠার দু’বছরের মাথায় অর্থ্যাৎ ২০০২ সালে পলিসি হোল্ডারদের মধ্যে সর্বপ্রথম বোনাস ঘোষণা করে চমক সৃষ্টি করে পপুলার। অদ্যাবধি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোম্পানিটি সারাদেশে বিমা সেবা প্রদান করে যাচ্ছে। ক্রেডিট রিপোর্ট অনুযায়ী পপুলার লাইফ ইন্সুরেন্স এএ ক্রেডিট রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে। এ পর্যন্ত পপুলার লাইফ প্রায় ৩৮ লাখ গ্রাহকের বিমা দাবি পরিশোধ করে নজির স্থাপন সৃষ্টি করেছে। এই বিপুল সংখ্যক গ্রাহকের বীমা দাবী পরিশোধ করা হয়েছে উদ্বৃত্ত টাকা ও লাইফ ফান্ড থেকে। পপুলার লাইফের হাল ধরে বি এম ইউসুফ আলী সর্বাগ্রে কোম্পানিকে আধুনিকীকরণের উদ্যোগ নিয়ে সুশাসন, আধুনিক পলিসি ও গ্রাহকের আস্থা-এ তিনের সমন্বয়ে গড়ে তোলেন সৎ, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও প্রযুক্তি বিশেষজ্ঞ একদল কর্মী। যারা গ্রাহক প্রতিশ্রুতি রক্ষা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ম-কানুন সঠিকভাবে পরিপালন করায় পপুলার লাইফ এখন দেশ ছাড়িয়ে বিদেশেও ব্র্যান্ডে পরিণত হয়েছে। এ কারণে পপুলারে গৃহীত প্রকল্পসমূহের মাধ্যমে সারাদেশে লাখো লোকের কর্মসংস্থান হয়েছে। বিমা সেক্টরে অসাধারণ অবদানের জন্য সেরা কোম্পানি হিসেবে 2nd icsb National Award for Corporate Governance Excellence-2014 পদক অর্জন করেন বি এম ইউসুফ আলী। ২০১৭ সালে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত দু’দিনব্যাপি বিমা মেলায় প্রথম পুরস্কার গ্রহণ করেন। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রমে সারাদেশে সক্রিয় ভূমিকা রাখায় পপুলার লাইফ ইন্সুরেন্স প্রথম পুরস্কার অর্জন করে। জাতীয় বীমা দিবস ২০২৩ অনুষ্ঠানে বীমা দাবি পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরুপ সম্মাননা স্বারক গ্রহণ করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিশুদের সুস্থ ও সুন্দর জীবন গড়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল প্রয়াসকে পপুলার লাইফ ২০১৮ সালে অনুদান প্রদান করে। ২০১৭ সালে ভারতের মুম্বাইয়ে 2nd Annual Insurance India Su


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর