প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়েও বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। দ্রুত সময়ে বিয়ে না দেওয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি।
এদিকে প্রেমিকার অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক ও তার পরিবার।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে শনিবার সন্ধ্যা (০৭ সেপ্টেম্বর) থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী।
অভিযুক্ত প্রেমিক নাইমুর রহমান বেতুয়া
গ্রামের হবিবার রহমান (হবি) ছেলে। তিনি ঢাকা বনানী এক মাদ্রাসার ছাত্র।
প্রেমিকার অভিযোগ, একই গ্রামের দুই জনের বাড়ী। যেহেতু আমরা দুই জনই পড়াশোনা করি সেখান থেকে পরিচয় পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
গত ১ বছর থেকে আমাদের সম্পর্ক এর মাঝেই নাইমুর এর সাথে বিভিন্ন স্থানে ঘুরতে গেছি। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।
তিনি আরও বলেন,নাইমুর এর পরিবার রাজি না থাকায় আমাকে বিয়ের কথা বলে গত কোরবানি ঈদে তার বাড়ীতে নিয়ে যায়। সে তার পরিবারের চাপে পরে আমাকে তার বাড়ীতে রেখে পালিয়ে যায়।
পরে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ নাঈমের বাড়ির উঠানে এক সালিসি বৈঠক করে।নাঈমের সাথে বিয়ে দেওয়া হবে বলে ঐ বৈঠকে সিদ্ধান্ত হয়।কিন্তু নাইমুর পলাতক থাকায় কেউ কিছু করতে পারছে না।
এজন্যই আমি আবার তার বাড়ীতে এসেছি,এখন প্রতিশ্রুতি মতো আমাদের বিয়ে না হলে আমি আত্মহত্যা করব।
এবিষয়ে অভিযুক্ত প্রেমিক নাইমুর ও তার পরিবার পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায় নাই।
ধুবিল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন,বিষয়টি নিয়ে গত কোরবানি ঈদে বসা হয়ে ছিলো।ছেলের বাবা তখন হজ্ব করতে গেছিলেন। সেই কারনে সেই বৈঠকে কোন সিদ্ধান্ত নিতে পারি নাই।ছেলের বাবা পরে বলেছে বিষয়টি মিমাংসা করে নিয়েছি।কিন্তু আজ আবার মেয়েটি আবার নাইমুরের বাড়িতে গিয়ে উঠেছে বলে শুনতে পারছি।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি,ছেলে পক্ষ আমার কাছে এসেছিলেন। এ বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.