কামরুল হাসান রুবেলঃ-স্বাধীনতার পাঁচ দশকে দেশের অর্থনীতি পৌঁছেছে অনন্য উচ্চতায়। রিজার্ভ ছুঁয়েছিল ৪৮ বিলিয়ন ডলার। ব্যাংক, শেয়ারবাজারসহ অর্থনীতির সবগুলো খাত এগিয়েছে সমানভাবে। বাদ যায়নি বীমা খাতও। তবে দেশের বীমা কোম্পানিগুলো নিয়ে ঢের নেতিবাচক আলোচনা রয়েছে। আশার কথা হলো- চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানিগুলো নেতিবাচক আলোচনার মুখে কুলুপ এঁটে সদর্পে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় অগ্রভাগে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠার ৯ বছরে এসে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম দাঁড়িয়েছে ৬১৪ কোটি ২১ লাখ টাকা। কোম্পানির মোট সম্পদ হয়েছে ৭১৯ কোটি ৯৮ লাখ টাকার। লাইফ ফান্ড রয়েছে ৫৭১ কোটি ৯৫ লাখ টাকার।
বীমা দাবি পরিশোধ নিয়ে কোম্পানিগুলো যখন উদাসীন তখন সোনালী লাইফ ৫৯ কোটি ২৪ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে কোম্পানিটি স্থাপন করেছে ১৬১টি ব্র্যাঞ্চ অফিস।
কোম্পানির এই বিস্ময়কর সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান। তার সময়োপযোগী সিদ্ধান্ত, প্রযুক্তি জ্ঞান আর নিরলস পরিশ্রম কোম্পানিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ফলে খাত সংশ্লিষ্টরা মীর রাশেদ বিন আমানকে বীমাশিল্পের ‘ক্যারিশমাটিক লিডার’ বলে আখ্যায়িত করেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.