মুহাম্মদ নাছির উদ্দীন,
লোহাগাড়া চট্টগ্রাম
প্রতিনিধি :
লোহাগাড়ার কলাউজানে বৃদ্ধা মাকে শারিরীক নির্যাতনের মামলায় সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে ইউনিয়নের পশ্চিম কলাউজান মাইত্তার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল একই এলাকার মৃত মোস্তফিজুর রহমান পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারি পরোয়ানা মূলে সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত মায়ের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছিল ছেলে সাইফুল ইসলাম।
এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন রাত মাকে শারিরীক নির্যাতন করে ছেলে। যার ফলে বৃদ্ধা মা মুখ, হাত, পিট ও কোমরে জখমপ্রাপ্ত হয়।
ছেলের নির্যাতনে চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিয়ে মাকে ঘর থেকে বের করে দেয়। ঘটনার পর ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বৃদ্ধা মা ছেমেন আরা বেগম (৭৫)। আদালত বিষয়টি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.