বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমবায় সমিতির প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বিভিন্ন রাষ্ট্রে অবস্থিত একঝাঁক প্রবাসীদের সমন্বয় উদ্যোগে গঠিত বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমবায় সমিতির প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
২২ শে ফেব্রুয়ারী বুধবার বিকেল ৩ টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা সংলগ্ন সিরাজপুর ইউনিয়নের কামলারপুল এলাকায় বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমবায় সমিতির দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে সমিতির নিজস্ব জায়গায় এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে সমিতির উপদেষ্টা জিয়াউর রহমান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক কাজী শামসুদ্দিন এর সঞ্চালনায় উক্ত সমিতির প্রীতি সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত এর আমীর মাওলানা মোশাররফ হোসেন,বিশ্বখ্যাত হাফেজ তানভীর হোসাইন,নোয়াখালী জেলা যুবলীগ নেতা শেখ ফরিদ,সমিতির সদস্য আলাউদ্দিন জিকু,৫নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন, বসুরহাট পৌর স্টার সমবায় সমিতির সভাপতি আবুল বাসার লিটন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগত অতিথি ও সাংবাদিক বৃন্দ।