🔴বেনামাজির খেল।
কলমে-নূরুল করিম
মুয়াজ্জিনে হাঁকলে আজান-
গড়িমসি করো,
নামাজ তরে ডাকলে তোমায়-
সব অজুহাত ধরো।
জামা-কাপড় পাক থাকেনা -
পাক থাকেনা দেহ,
মনটি তোমার উদাস উদাস -
ভাবটি অন্য কেহ।
খেয়ালিতে কাটে সময় -
কর্মে থাকো মজে,
পড়বে পরে শান্তনাতে-
মনটি নাও গো গজে।
কথায় কথায় বলছো তুমি-
নাও গো তুমি পড়ে,
অগোছালো জীবনখানি-
নিচ্ছি আগে গড়ে।
ভাবখানি তাই এমন এমন -
মরণ আছে দেরি,
খেয়ালিতে কাটুক জীবন-
খুলবো পরে বেড়ি।
জীবন যাত্রা দূর নীলিমায়-
ভরা যৌবন টলে,
শেষ বিকেলে জীবন সঁপো
বিকল যন্ত্রের দলে।
যৌবনকালের ইবাদতের-
মূল্য রয় গো বেশি,
শক্তিমত্তা থাকে অটুট-
দৃঢ় থাকে পেশি।
তোমার নিকট সব ইবাদত -
চাই গো প্রভু বারে,
ক্ষমার তরে ডাকছে প্রভু -
এসো রহম দ্বারে।
মৃত্যু তোমার পাছে পাছে-
চলছে ছদ্মবেশে,
ডাকপড়িলে সাঙ্গ জীবন-
ছুটবে অচীন দেশে।
জীবন যৌবন হিসেব হবে -
পার পাবেনা হাশর,
রঙ্গবাজারের হিসেব চুকে-
সাঙ্গ হবে আসর।
নিয়ামতের অথৈ সাগর-
ডুবে আছো নির্বোধ,
হেলাফেলায় কাটলে জীবন-
কেমনে হবে ঋণশোধ?
থাকতে সময় হও হুঁশিয়ার-
ক্ষণকালের জীবন,
ভাবছো তুমি ভবের হাটের-
মিছে মায়া আপন।
সময় থাকতে হও হুঁশিয়ার
দ্বীনের পথে চলো,
পথহারাদের পথ দেখাতে -
দ্বীনের কথা বলো।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.