শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সরকারী রেকর্ডভুক্ত রাস্তা বন্ধ করে দিয়ে জনচলাচলে দূর্ভোগ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আব্দুস সাত্তার নামের এক প্রভাবশালী ব্যক্তি দত্তপাড়া মৌজার জেএল নং ১৭৬/১৭৪ এ আরএস-১ খতিয়ানভুক্ত ৪০২ নং আরএস দাগের রাস্তাটি নিজ স্বার্থে বন্ধ করে রাখায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী ২৫ টি পরিবারের লোকজনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।চলাচলের জন্য বিকল্প আর কোনো রাস্তা না থাকায় এসব পরিবারের লোকজনকে নানা প্রয়োজনে হাঁটে- বাজারে বা দূরবর্তী কোনো গন্তব্যে যাওয়ার প্রয়োজনে বিভিন্ন বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে।বিশেষ করে বর্ষাকালে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় উল্লেখিত ২৫টি পরিবার ও তাদের বাড়িঘরে আসা আত্মীয় স্বজনদের কে।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসারের কাছে সরকারী রাস্তা থেকে অবৈধ দখলদার আব্দুস সাত্তারকে উচ্ছেদ করে রাস্তাটিকে জনচলাচলে উন্মুক্ত করে দেওয়ার জন্য রবিবার(১৪ মে) আবেদন করেছেন।
দখলদার আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কারো চলাচলে দূর্ভোগ তৈরী হউক এটা তিনি চান না, আমরা একই সমাজের মানুষ। তবে যে জায়গার কথা বলছে এটা আমার ক্রয় করা জায়গা। সরকারী রেকর্ডভুক্ত হওয়ার প্রশ্নই উঠেনা। তদন্ত হলেই সব পরিস্কার হবে।
মাধবপুরের ইউএনও মনজুর আহ্সান অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.