শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর , মামলা করায় ফের হামলা। হবিগঞ্জের মাধবপুরের দক্ষিণ বেজুরা গ্রামে রাস্তায় পানি প্রবাহ নিয়ে বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও বাড়ির নারীদের মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশি এক পরিবারের বিরুদ্ধে।
এ বিষয়ে থানায় মামলা দায়ের করলে ক্ষুব্ধ হয়ে পুনরায় হামলা ও ভাঙচুর চালিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বিকেলে পূর্ব শত্রুতার জেরে দৈনিক বাংলাদেশ সমাচার এর মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য আক্তার হোসেন এর প্রতিবেশী মো. এনু মিয়া , ছেলু মিয়া এবং উজ্জ্বল মিয়াসহ তাদের লোকজন ওই সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় সাংবাদিক আক্তার হোসেনের দুই বোন বাঁধা দিতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদেরও মারধর করে। এ বিষয়ে আক্তার হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ বুধবার (২ আগস্ট) দিবাগত রাতে মামলার প্রধান আসামি মো. এনু মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরপরই ক্ষুব্ধ হয়ে মামলার অন্য আসামিরা আবারও সাংবাদিক আক্তার হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় আক্তার হোসেন ৯৯৯ এ ফোন করে পুলিশের সাহায্য চাইলে মাধবপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে, পুলিশের উপস্থিত টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আক্তার হোসেনকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, আমরা ইতিমধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.