শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: অল্পসময়ের মধ্যে সর্বত্র ব্যাপক সাড়া জাগিয়ে সুধীমহলের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজেদের পাকাপোক্ত অবস্থান নিশ্চিত করে মাধবপুর উপজেলা প্রেসক্লাব নানাবিধ সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার(২০ জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক পানাম নগরী,জয়নাল আবেদিন কারু শিল্প যাদুঘর পরিদর্শনের মধ্যে দিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন সফল ভাবে শেষ করেছে। আজ সকালে মাধবপুর থেকে দিগন্ত পরিবহণের একটি রিজার্ভ বাসে করে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা সোনারগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে নিরাপদে যথাসময়ে গন্তব্যে পৌঁছে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে ঐতিহাসিক পানাম নগরীর দর্শনীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমুহ পরিদর্শন করে পরে কারুশিল্প যাদুঘর পরিদর্শন করে।কারুশিল্প যাদুঘরে আয়োজিত কারু মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।পরে মধ্যাহ্নভোজন শেষে বাংলার তাজমহল দেখতে যান তারা।মাধবপুর ট্যুরিজম ক্লাবের(এমটিসি)সার্বিক ব্যবস্থাপনায় আয়োজবত এই আনন্দ ভ্রমণের মূল রূপকার মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সংবাদ প্রতিনিধি এরশাদ আলী জানান, আমরা এমটিসির ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তুষ্ট। তিনি এ আয়োজন সফল করতে প্রেসক্লাব সদস্যদের নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন সবার ভালোবাসায় এই প্নেসক্লাব উত্তরোত্তর সমৃদ্ধ হবে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.