প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। সেজন্যই ছয় দফা দিয়েছিলেন তিনি। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সভায় এ কথা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, পাকিস্তান আমলে স্বয়ংসম্পূর্ণ হয়েও বঞ্চিত ছিল পূর্ব বাংলা। দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানের বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন। সেজন্যই তিনি ছয় দফা দিয়েছিলেন। যে কারণে তাকে বারবার গ্রেপ্তার করা হয়।
এর আগে সকাল ৭টা ২মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে তা জানান তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। এসময় দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.