‘প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন’ স্লোগানে বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম ও ওবিউ ডিপোজিট একাউন্ট সংক্রান্ত প্রচারণা সভা করেছে মালয়েশিয়া অগ্রণী রেমিট্যান্স হাউস।
সোমবার (২৪ জুন) অগ্রণী রেমিট্যান্স হাউস ও মালয়েশিয়া সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাংয়ের পোলাও ইন্দা সানওয়ে ডাইসো ডিজিসি প্রজেক্টে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
সিল কনসাল্ট এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত।
বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, ‘সরকার দীর্ঘ মেয়াদে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম চালু করেছে। রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।’
তিনি আরো বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বেড়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।
প্রচারণা সভায় বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সিইও মো. মুরশেদুল কবীর এবং মালয়েশিয়া অগ্রণী রেমিট্যান্স হাউসের সিইও ও পরিচালক সুলতান আহমেদ। সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উওর দেন রেমিট্যান্স হাউসের কর্মকর্তারা।
সভায় প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন হোসাইন শহিদ সারওয়ার, কাজিম উদ্দিন, নূরনবী প্রমূখ। প্রচারণা সভায় অংশ নেন তিন শতাধিক প্রবাসী।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.