মোড়লীপনা-০১
কলমে-নূরুল করিম
আক্কাস আলী পালের গদা-
গাঁয়ের বড় মোড়ল,
পদের নেশায় মত্ত সেজন-
নষ্ট করে আকল।
সে সমাজের সভাপতি-
ইচ্ছাধীনে চলে,
তিল থেকে ভাই তাল খসিলে-
অসহায়দের ধলে।
সহায়-সম্পদ আছে কিছু-
আছে দলের পাওয়ার,
হালাল হারাম ধার না ধারে-
সুযোগ খোঁজে খাওয়ার।
বিদ্যা বুদ্ধি কম হলেও-
গায়ের জোরে মোড়ল,
স্বার্থসিদ্ধির ভিজে বিড়াল-
ম্যানেজ করে সকল।
কুরআন-সুন্নার জ্ঞানে শূন্য-
মসজিদ সভাপতি,
দলের স্বার্থে অন্ধ সেজন -
করে দ্বীনের ক্ষতি।
মোল্লা-মুন্সির ওয়াজ খানি-
গায়ে যদি লাগে,
জামাত শেষে তাড়াতাড়ি-
সবার আগে ভাগে।
পরক্ষণেই মোল্লা ডেকে-
সতর্কতার নোটিশ,
ওয়াজ করো ভালো কথা-
মোদের স্বার্থ দেখিস।
দেশটি মোদের যেমন চলুক-
মোরা যেমন চলি,
আর বলিসনা এসব কথা-
বারে বারে বলি।
পরকালের করিস ওয়াজ-
ইহকালের কেনো?
মনের মতো চলতে দেরে-
স্মরণ থাকে যেনো।
মোল্লা এখন মোড়ল সেনা-
নির্দেশে সব কয়ে,
বারে বারে করে কুর্নিশ-
চাকরি যাওয়ার ভয়ে।
বারে শুধায় বেতন বাড়ান-
যায়না এখন চলা,
জিনিসপত্রের দাম বেড়েছে-
কি আর থাকে বলা?
মোড়ল শুধায়-লোভ লালসার-
এই দুনিয়া মিছে,
বেতন একটু কম হলেও-
খাটেন দ্বীনের পিছে।
তাবিজ কবজ মিলাদ খতম-
মোল্লা রাখে খোঁজ,
পকেট ভারীর ধান্ধায় এখন-
দিশেহারা রোজ।
বিদাতি সব অপকর্মে
করছে ভীষণ ধান্ধা,
সরলমনা মানুষগুলো
ভাবছে মুমিন বান্দা।
সমাজ এখন নেইরে সমাজ-
দ্বীনের সমাজ মাটি।
সমাজ এখন মোড়াল রাজের-
অপকর্মে ঘাঁটি।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.