এম নাছির উদ্দীন , লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
The Global Fund এর ২০২১-২৩ (ইয়ার-৩) এর অধীনে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন (মঙ্গলবার) সকাল ১১টার দিকে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাকের আয়োজনে উপজেলা সদরের আয়শা ভবনে ব্র্যাক যক্ষ্মা ও ম্যালেরিয়া কর্মসূচি অফিসে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন
জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক লোহাগাড়া উপজেলার ম্যানেজার নারায়ন কান্তি নাথ।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক লোহাগাড়া উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার দিলসাত জাহানের সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ম্যালেরিয়া বিভাগের আবদুর রহমান মন্ডল, পুটিবিলা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল, সাংবাদিক রায়হান সিকদার,ডাঃ দুলাল কান্তি কর্মকার, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের সুপারভাইজার সরওয়ার কামাল, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক লোহাগাড়া উপজেলার ল্যাব টেকনেশিয়ান আপ্লুমা মার্মা, আবুল কালাম আজাদ।
কর্মশালায় বক্তারা যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ কার্যক্রমের উপর জনসচেতনতা সৃষ্টির জন্য সবাইকে অনুরোধ জানান।
কর্মশালায় শিক্ষক, মাদ্রাসার ঈমাম, মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.