যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জের প্রবাসীদের সাথে ফখরুল ইসলামের মতবিনিময়

কামরুল হাসান রুবেল,স্টাফ রিপোর্টারঃনোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি মেট্রো হোমস এর চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
নিউইয়র্ক ব্রুকলিনের মমোজ, স্কাইলাইন পার্টি হলে রোববার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
বিশিষ্ট ব্যবসায়ী নঈম টুটুল এর সঞ্চালনায় চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন সেলিম এর সভাপতিত্বে ফখরুল ইসলাম এর আমন্ত্রণে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের যুক্তরাষ্ট্র বসবাসরত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের কোম্পানীগঞ্জ প্রবাসীদের আয়োজনে মতবিনিময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনসার উল্যাহ চৌধুরী, চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া, চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন নুরু ও ওবায়দুল হক খান।
দারুল জান্নাহ মসজিদ খতিব মাওলানা ইব্রাহিম, নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি ছেলামত উল্যাহ, সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, নোয়াখালী সোসাইটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য মোতাহের হোসেন, ফারইষ্ট ইন্সুরেন্স সাবেক ডাইরেক্টর জসিম উদ্দিন, সমাজ সেবক আব্দুল হালিম, সাহাব উদ্দিন চৌধুরী, নিউইয়র্ক পুলিশ অফিসার মোস্তফা স্বপন, সুফিয়ান সবুজ৷
এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএর ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান, জসিম উদ্দিন জনি , সভাপতি মাওলানা আব্দুল আলীম জিহাদী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আবু নওশাদ, সাবেক সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক সালাউদ্দিন রাসেল, সদস্য মোহতাছেম বিল্লাহ সিরাজী, আলমগীর হোসেন, উপদেষ্টা নুর আলম ছিদ্দিক মুন্না, নির্বাচন কমিশনার প্রধান আবু নাসের চৌধুরী, নিউ ইয়র্ক বিএনপির সিনিয়র নেতা আহসান উল্লাহ বাচ্চু, হুমায়ূন কবির চুট্টি, আবদুর রহিম সবুজ।
কোম্পানীগঞ্জ ফোরাম সভাপতি নুরুল করিম মোল্লা, সাধারণ সম্পাদক মোহতাছেম বিল্লাহ সিরাজী, সহ সভাপতি নঈম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক এনামুল হক লিটন, মোস্তফা কামাল।
কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ এর সাধারণ সম্পাদক আমিন উল্লাহ সৈকত, আকাশ খান, মামুন, আলমগীর, মোহাম্মদ হেলাল, ওয়ালী মিরাজ
প্রায় শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে ফখরুল ইসলাম বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কোম্পানীগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগামী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সুষ্ঠ ভোট আয়োজনে ভূমিকা রাখবেন এবং সবার সহযোগিতা কামনা করেন।