বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কাজী পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম।
স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার আগে বাবু বিশ্বাসের বাড়ীতে চার শিশু খেলা করছিল। এরমধ্যে দুই শিশু রান্না ঘরে খেলা করছিলো।নএসময় তারা গ্যাস লাইট দিয়ে রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে আগুন রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রান্না ঘরে।.
এসময় দুই শিশু আগুনে দগ্ধ হয়।গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে সেও মারা যায়।
মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন ,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রতিটি অভিভাবকেরই সতর্ক থাকা জরুরী। আমরা দুই শিশুর পরিবারের পাশে রয়েছি।