লাউর ফতেহপুর তৃণমূল আওয়ামী লীগের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু হাসান আপন,নবীনগর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই শনিবার দুপুরে লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ-ই ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম মোকাদ্দস এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শচীন কুমার দেবনাথ, আওয়ামীলীগ নেতা পিন্টু ভদ্র, বীরগাও ইউনিয়ান আওয়ামী লীগের সেক্রেটারি আফজাল হোসেন, লাউর ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল্লা আল মাসুম,লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সহ প্রচার সম্পাদক প্রণয় কুমার ভট্টাচার্য, নিয়াজুল হক কাজল প্রমুখ।
লাউরফতেহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দুরা বক্তব্য রাখেন।