শাপলা ডগি স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শাপলা ডগি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা ।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নুরুল করিম জুয়েলের পৃষ্ঠপোষকতায় ও ক্লাব সভাপতি তৌফিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেল, চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা, মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম রফিক খাঁন, সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান স্বপন, সমাজসেবক আলহাজ্ব সফি উল্যাহ, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন সুমন,চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিন মিঠু, নুর উদ্দিন নুর্মিন প্রমুখ।
ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় মুছাপুর বন্ধু একাদশ ও মালেক বাজার স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে মালেক বাজার ১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বন্ধু একাদশের আত্মঘাতি গোলে খেলা সমতায় ফিরে। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিশ্চিত করেন বাংলাবাজার বন্ধু একাদশ